আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কামিল (মাস্টার্স) পরীক্ষার ফল প্রকাশ কাল

দেশচিন্তা ডেস্ক: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার এক বছরমেয়াদি কামিল (মাস্টার্স) ২০২৩ পরীক্ষার ফলাফল সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। ওই দিন সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম ফলাফল প্রকাশ করবেন। দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.result.iau.edu.bd) ফলাফল পাওয়া যাবে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, শিক্ষার্থীদের সেশনজট নিরসন করতে ভাইস চ্যান্সেলরের নির্দেশনা মোতাবেক দিন-রাত এমনকি ছুটির দিনে লাগাতার কাজ করে মাত্র ২০ দিনে এ বছর আমরা ফলাফল প্রকাশ করছি।

এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৪৯টি কেন্দ্রে ছয়টি বিষয়ে এক বছরমেয়াদি (মাস্টার্স) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিষয়গুলো হলো- আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-ফিকাহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

প্রসঙ্গত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইএবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছরমেয়াদি কামিল (মাস্টার্স) পরীক্ষা ১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ