দেশচিন্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ৩ নভেম্বর ১৯৭৫ জেলখানায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর পুত্র ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা ৫ বার নির্বাচিত সাংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম এর শোকসভা, খতমে কোরান, মিলাদ ও দোয়া মাহফিল আজ ৫ জানুয়ারি শনিবার, বাদেআছর চট্টগ্রাম নগরীর কদম মোবারক মুসলিম এতিমখানা চত্বরে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরি সভাপতি ও ম্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম মরহুম জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ সানাউল্লাহ। আলোচনা করেন মীর আবদুর রহমান মামুন, জসিম উদ্দিন চৌধুরী, ঠিকাদার এস.এম. আলমগীর, সজল চৌধুরী, ডেন্টাল এসোসিয়েশেনের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, জাবেদুল ইসলাম শিপন, শহীদুল ইসলাম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, স.ম. জিয়াউর রহমান, আসিফ ইকবাল, এম.এ. নেওয়াজ, এস.এম. হুমায়ুন কবির আজাদ, বোরহান উদ্দিন গিফারী, রাশেদ মাহমুদ পিয়াস, আজিম উদ্দিন, কামাল হোসেন, হাফেজ মোঃ ইকরাম হোসেন, হাফেজ মোঃ সেলিম উদ্দিন, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আবুল কাসেম, হাফেজ মো. ইলিয়াছ, হাফেজ মো. সোলায়মান, মো. রেজাউল করিম লিটন, আজিজুর রহমান সহ অন্যরা। আলোচনা সভার প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম এর জীবন চরিত তুলে ধরে বলেন, বিশ্বস্ত, পরিচ্ছন্ন ও সৎ ব্যক্তি ছিলেন সৈয়দ আশরাফ। দুর্দিন ও দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারী হিসেবে তিনি ছিলেন নির্ভীক। তিনি বলেন রাজনীতির ধ্রুবতারা নির্ভরশীল রাজনীতিবিদ সৈয়দ আশরাফের লোভ-প্রলোভন, ক্ষমতার দাম্বিকতা বা দায়িত্বের অপব্যবহার ছিল না। জাতির পিতা ও জননেত্রী শেখ হাসিনার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। প্রচার বিমুখ, দৃঢ়চেতা, সদা স্পষ্টভাষী, বিনয়ী, নীতিবান, আদর্শ পুরুষ, রাজনীতির কিংবদন্তি সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমান ও আগামী প্রজন্মের জন্য আদর্শ চরিত্র। তিনি সকলকে তার চরিত্র অনুসরণ ও অনুকরণ করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার সাথে সাথে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।