
দেশচিন্তা ডেস্ক: আগের দিন লিওনেল মেসি আর্জেন্টিনার খেলা দেখেছেন গ্যালারিতে বসে। তাকে বিশ্রাম দিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। কিন্তু গুরুত্ব বিবেচনায় বিশ্রাম পাননি ইন্টার মায়ামির ম্যাচে। পরের দিন মাঠে নেমে বিশ্বকাপজয়ী মহাতারকা করলেন জোড়া গোল। একটি গোলে করলেন সহায়তা। বড় জয় নিয়ে মাঠ ছাড়ল মায়ামিও।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে আটলান্টাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। অন্য গোল দুটি করেন জর্দি আলবা ও লুইস সুয়ারেস।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে সাপোর্টার শিল্ড ধরে রাখার সম্ভাবনা শেস হয়েছিল আগেই। এরপরও সেরা চারে থাকতে ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। যে কারণে শুরুর একাদশেই ছিলেন মেসি। জয় পেতেও তাই খুব একটা বেগ পেতে হয়নি মায়ামির।
তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। ডান প্রান্তে বক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ এগিয়ে দারুণ উঁচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মেসি।
৫২তম মিনিটে আলবার গোলে সহায়তা করেন রেকর্ড আটবারের বর্ষসেরা। নিজেদের অর্ধ থেকে অধিনায়কের উঁচু লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান আলবা।
ক্যারিয়ারে মেসির এটি ৩৯৬তম অ্যাসিস্ট, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৪ শর মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৪টি অ্যাসিস্ট।
৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে ম্যাচের তৃতীয় গোলটি করেন সুয়ারেস।
আর ৮৭তম মিনিটে মেসির দ্বিতীয় ও দলের চতুর্থ গোলে সহায়তা করেন আলবা। মাঝমাঠ থেকে তার উঁচু করে বাড়ানো বল অফসাইডের জাল ছিড়ে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককেও পরাস্ত করেন মেসি।
এটি চলতি মৌসুমে এমএলএসে মেসির এটি ২৬তম গোল। লিগে যা সর্বোচ্চ।
ঘরের মাঠে মৌসুমে মায়ামির শেষ ম্যাচ এটি। ম্যাচ শেষে তাই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় আলবাকে। এ সময় স্প্যানিশ তারকার সম্মানে দেখানো হয় একটি ভিডিও প্রামাণ্যচিত্রও।
প্রতিক্রিয়া জানাতে গিয়ে আলবা বলেন, ‘আমি মনে করি আমার ক্যারিয়ারটা খুবই ভালো কেটেছে। সব দিক থেকেই সুবিধাজনক দলগুলোতে ছিলাম। এই ভিডিওতেও সেটাই প্রতিফলিত হয়েছে।’
‘ক্লাবের পক্ষ থেকে এটা ছিল দারুণ এক চমক। কারণ এতে বিভিন্ন ক্লাবের কয়েকজন কোচকে দেখেছি যাদের অধীনে আমি খেলেছি। সত্যি বলতে, এটি ছিল বিশেষ এক অনুভূতি, আর আমি আমার অর্জনগুলোর জন্য গর্বিত। এখন আমি নাশভিলের বিপক্ষে শেষ ম্যাচটা খেলার অপেক্ষা। এরপর প্লেঅফ এবং আশা করি সেখানে জিততে পারব।’
লিগ মৌসুমের শেষ ম্যাচটি মায়ামি খেলবে আগামী ১৯ অক্টোবর স্বাগতিক নাশভিলের বিপক্ষে।