আজ : সোমবার ║ ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের ৭ পরিবারের পাশে আলাউদ্দীন সিকদার

দেশচিন্তা ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সাতজন প্রবাসীর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-০৩ (সন্দ্বীপ) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান।

তিনি নিহত পরিবারগুলো সহ সন্দ্বীপবাসীকে বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রম দেশের উন্নয়নের ভিতকে মজবুত করেছে। এই দুর্ঘটনায় আমরা হারিয়েছি সন্দ্বীপের পরিশ্রমী সন্তানদের, যারা পরিবারের স্বপ্ন পূরণে দূর প্রবাসে সংগ্রাম করছিলেন।’

এসময় তিনি আরও জানান, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেক পরিবারকে নগদ ৫০,০০০ ( পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন।’

তিনি আশ্বাস দেন, নিহতদের পরিবার যেন সরকারি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাপ্য সকল সহায়তা দ্রুত পায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জনাব সিকদার বলেন, আমরা আমাদের সন্দ্বীপের মাননীয় উপদেষ্টা ডা. ফাওজুল কবির সাহেবের সাথে কথা বলেছি।ওনার সার্বিক তত্ত্ববধানে নিহতদের কফিন যেন দ্রুত সময়ে পরিবারের কাছে পৌছায় এবং সরকারীভাবে পরিপূর্ণ আর্থিক সহায়তা যেন পাই,সেই দাবিও জানিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নায়েবে আমীর মাওলানা এ এম এম রফিকুল মাওলা, উপজেলা অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা সবুর খাঁন, যুব বিভাগ সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান, উপজেলা পেশাজীবি সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাউকাব, মাইটভাঙ্গা ইউনিয়ন আমীর মাওলানা মোশাররফ হোসাইন,
উপজেলা সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, মগধরা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছায়েদুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন সভাপতি মাওলানা ফোরকান উদ্দিন, হারামিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, পৌরসভা সেক্রেটারি আব্দুল আলীম মাসুদ, সারিকাইত ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাকছুদ আলী, মগধরা ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ