আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম মহিলা মাদ্রাসায় পাঠ্যবই বিতরণ উৎসবে সজল চৌধুরী বলেন- নতুন প্রজন্মের হাতে নতুন বই আলোর দিশারী হয়ে থাকবে

দেশচিন্তা নিউজ ডেস্ক:

নতুন বছরের প্রথমদিনে সারাদেশের পাশাপাশি চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পালিত হলো বই উৎসব। ০১ জানুয়ারী চট্টগ্রামের পশ্চিম বাকলিয়া শান্তিনগরে চট্টগ্রাম মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন বছরের নতুন বই। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মের হাতে নতুন দিনের পাঠ্যবই তাদের প্রজন্ম চেতনার দিশারী হয়ে থাকবে। তিনি এই প্রতিষ্ঠানের এবারের পিএসসি পরীক্ষায় শতভাগ পাস ও কৃতিত্বের সাথে অধিকাংশ শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: জিয়াউল হক ফারুকী’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো: মফিজুল আলম, মনোয়ারা বেগম, নাসরিন তাহুরা, মামানুর রশিদ, মাওলানা সোলায়মান, সহকারী শিক্ষিকা রওশন আরা বেগম, সায়মা পারভিন, উম্মে কুলসুম, সৈয়দা সালেকা রুহি প্রমুখ। উপস্থিত শিক্ষকেরা বলেন, নতুন দিনে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় শিক্ষার্থীদের মাঝে এক আনন্দের অনুভূতি তৈরি হয়েছে। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকলে মনোযোগ সহকারে পাঠ্য মনোনিবেশের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করার এইতো সময়। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে তাঁরা সকলে সাধুবাদ জানান এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ