আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফটিকছড়িতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৫ অক্টোবর) মধ্যরাতে আকস্মিকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের মুদি, ইলেকট্রনিকস ও ফলের দোকানসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুরো বাজার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়েন।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অগ্নিকাণ্ডে মুছার মুদির দোকান, আজিজুল হকের মুদির দোকান, রাজিবের বিকাশ-নগদ সার্ভিস, সুজনের মিষ্টি মেলা, এহসানের ফলের দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দোকানের পণ্য ও মালামালসহ সবকিছু পুড়ে যাওয়ায় তারা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে আগুন লাগার কারণে প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরে ধোঁয়া ও আগুনের তীব্রতা বাড়তে থাকলে সবাই ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ