
দেশচিন্তা ডেস্ক: গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে এই সংলাপ শুরু হয়। সংলাপের শুরুতে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের শুরুতে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সকলের সঙ্গে নির্বাচন কমিশনকে পরিচয় করিয়ে দেন।
এ সময় তিনি বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সকলের প্রত্যাশা। ভোটারগণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।’
তিনি আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা রয়েছে যা সময়ের সঙ্গে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে।
নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তারপরও জাতীয় সংসদ নির্বাচনের মত বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে আপনাদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। এরই প্রেক্ষাপটে আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।’
নির্বাচন কমিশনের সংলাপের রোডম্যাপ অনুযায়ী, আজ দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় সংলাপ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দফার সংলাপে প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচনী সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তবে এ সংলাপের পরই দুর্গাপূজার ছুটি পড়ে যাওয়ায় ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যেতে পারেনি নির্বাচন কমিশন। এ জন্য দুর্গাপূজার ছুটি শেষ হওয়ার পরই গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আবারো সংলাপ শুরু করেছে ইসি। ইসি সূত্রে জানা গেছে, এই সংলাপের পর থেকে ধারাবাহিকভাবে অক্টোবর মাস জুড়ে সংলাপ করবে নির্বাচন কমিশন।