
দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম ১০ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ডাঃ আফসারুল আমিনের সমর্থনে ২৩ ডিসেম্বর দিনব্যাপী ১০ আসনের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, ট্রাক মিছিল ও পথসভা করলেন পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড চট্টগ্রামের নেতৃবৃন্দ। পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডাঃ এ.কিউ.এম.সিরাজুল ইসলামের নেতৃত্বে এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুজিবুল হক চৌধুরী, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি প্রকৌশলী এস.এম. সেলিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী জাফর সাদেক, সাবেক মহিলা কাউন্সিলর রেহেনা কবির রানু, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, কবি আশীষ সেন, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, এড. মিলি চৌধুরী, নজরুল সংগীতশিল্পী দীপেন চৌধুরী, অধ্যাপক শিবপ্রসাদ, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মোর্শেদ আলম চৌধুরী, আসিফ ইকবাল প্রমুখ। পথসভা ও গণসংযোগকালে প্রফেসর ডাঃ এ.কিউ.এম.সিরাজুল ইসলাম বলেন, আমরা সকল পেশাজীবী বিশেষ করে ডাক্তার, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্তরের পেশাজীবী আজ ঐক্যবদ্ধ হয়েছি স্বাধীনতার প্রতীক নৌকা প্রতীককে জয়ী করার জন্য। বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামীলীগ তথা মহাজোট সরকারের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি বলেন ডাঃ আফসারুল আমিন আপনাদের ১০ আসনের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যার পিতাও ডাক্তার ছিলেন। বিগত সময়ে ডাঃ আফসারুল আমিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। যিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রালয়ের দায়িত্ব পালন করেছে। যার বিরুদ্ধে কেউ কখনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ আনতে পারেনি। একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ডাঃ আফসারুল আমিন চট্টগ্রাম ১০ আসনে সর্বস্তরের মানুষের কল্যাণে বিগত ১০ বছরে উন্নয়ন সাধন করেছে তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে আবারো রায় দেওয়ার আহ্বান জানান। আজ ২৪ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে পেশাজীবী সমন্বয় পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড ৯ আসনের বিভিন্ন ওয়ার্ডে পথসভা, ট্রাক মিছিল ও গণসংযোগ করবে। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।