দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আয়োজনে চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে কর্মী সমাবেশে আজ ২১ ডিসেম্বর বিকেল ০৩টায় পূর্ব বাকলিয়া আহমেদ ইলিয়াছের বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে আপনাদের প্রিয় নেতা চট্টল বীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন আপোষহীন। তিনি চট্টগ্রাম বাসীর সাথে থাকার জন্যে মন্ত্রীত্ব পর্যন্ত হননি। তারই উত্তরসূরী চট্টগ্রাম ০৯ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল কে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদেও সকল প্রকার চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে প্রাণ দিয়ে ভালোবাসে বলে চট্টগ্রামের উন্নয়ন নিজ হাতে করেছে এবং ভবিষ্যতেও করবে এ ভরসা আপনারা নিশ্চিত রাখতে পারেন বলে আমার বিশ্বাস। বর্তমান সরকার নারীবান্ধব সরকার।নারীদেরকে এগিয়ে নিতে প্রত্যেক স্থওে নারীদেও অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে শেখ হাসিনা সরকার যা অতীতে কেউ পারেনি। প্রতিবন্ধীদের ভাতা, বিধাব ভাতা, বয়ষ্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতা থেকে শুরু যা দেয়া হচ্ছে সবই মাননীয় প্রধানমন্ত্রীর অবদান।
ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজ খান, বিলকিছ কলিম উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপিকা মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর হারুন-উর-রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহমেদ ইলিয়াছ, শাহীন প্রমূখ।