আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহ আলী মাজারের গাছ কেটে ফেলায় ‘ক্ষোভ’ প্রকাশ ফরহাদ মজহারের

দেশচিন্তা ডেস্ক: ঢাকার মিরপুরে শাহ আলী মাজারের শতবর্ষী বটগাছের ডালপালা কেটে ফেলায় মাজার কমিটির প্রতি ‘ক্ষোভ’ প্রকাশ করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

ওই ঘটনায় ‘ফৌজদারি অপরাধ হয়েছে’ মন্তব্য করে তিনি বলেছেন, যারা গাছ কেটেছে, তাদের মাজারে থাকার কোনো অধিকার নেই। আপনারা কী করে এই গাছ কাটলেন। কোন সাহসে গাছ কাটলেন।

আমরা কিছুদিন আগে এই গাছের তলায় বসে আমরা অনুষ্ঠান করে গেছি। তিনজন উপদেষ্টা এখানে এসে বক্তৃতা দিয়ে গেছেন। আপনারা ওই তিনজন উপদেষ্টাকে অপমান করেছেন।

বুধবার শাহ আলী মাজারে কর্তৃপক্ষ শতবর্ষী বটগাছের ডালপালা কেটে ফেলে। এ ঘটনাসহ সারা দেশে মাজারে হামলার প্রতিবাদে শাহ আলী মাজারে শনিবার (৪ অক্টোবর) ‘ভক্তবৃন্দ ও নাগরিক সমাজ’ ব্যানারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সেখানে ফরহাদ মজহার বলেন, গাছ কাটা হয়েছে, এটা শুধু একটি গাছ নয়, এটা ছিল পাখি, প্রাণী, সাধক-পাগলদের আশ্রয়। এটা পশুপাখির বাড়ি। এর সঙ্গে জড়িয়ে আছে মাজারের ইতিহাস, স্মৃতি, ভক্তি ও সাধনার ধারা।

মাজারে ‘গান-বাজনা বন্ধ করার’ অভিযোগ তুলে মাজার কমিটির উদ্দেশে তিনি বলেন, গান-বাজনা বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিল? আমাদের সংস্কৃতি উপদেষ্টা শুনে বিস্মিত হয়েছেন যে, এখানে গান-বাজনা বন্ধ হয়েছে। এটা কী করে সম্ভব? গান-বাজনা বন্ধ করার অধিকার আপনাদেরকে কে দিল? আপনারা কে?

এখানে এই মাজারে গান-বাজনা হয়। আমরা এই গান-বাজনা শুরু করে দিয়ে গেছি। আপনারা কেন বন্ধ করলেন, উত্তর দিতে হবে।

শাহ আলী মাজারের ম্যানেজারের উদ্দেশে তিনি বলেন, আপনি যদি মাজারের বাইরে চলে যান আমাদের ভয়ে, আপনাকে মাজারের ভেতরে আর ঢুকতে দিচ্ছি না। আপনি যদি ঢুকতে চান, আমাদের সঙ্গে ডিসির কাছে যাবেন। এই অনুমতি যদি ডিসি দেন, তাহলে ঢাকার ডিসি, তিনিও ডিসি থাকতে পারবেন না।

চব্বিশের গণআন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা লড়াই করেছি গরীবের জন্য, সমাজের অসহায় মানুষের জন্য, তাদের অধিকারের জন্য। তাদের কোনোকিছু চাইবার নাই। আপনাদের কাছে প্রাসাদ চায় না তারা। তারা এই মাজার চায়। এই মাজার তাদের জায়গা, এখানে তারা থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ