
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে ছয়জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল জানান, অতিরিক্ত যাত্রী বোঝাই একটি বাস আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় উল্টে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। তবে আহতদের কারও অবস্থা গুরুতর নয়।
দুর্ঘটনার পর কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে টানেলে স্বাভাবিকভাবে যান চলাচল হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, টানেলের ভেতরে একটি বাস উল্টে পড়ে আছে। ওই বাসের অনেক যাত্রীকে চিৎকার ও ছোটাছুটি করছে।
উল্টে যাওয়া বাসের পাশে দাঁড়িয়ে আছে আতঙ্কিত যাত্রীরা এবং আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিক বার ফোন দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, কর্ণফুলীর তলদেশে নির্মিত ব্যয়বহুল টানেলটি নিয়মিত মেরামতের কারণে সম্প্রতি যানবাহনের চলাচল সীমিত রাখা হয়েছিল। টানেল চালুর পর বিভিন্ন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই উচ্চ গতির কারণে বলে সংশ্লিষ্টরা জানান।