আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম হাসপাতালে ভর্তি

দেশচিন্তা ডেস্ক: ইমেরিটাস অধ্যাপক, লেখক ও অনুবাদক সৈয়দ মনজুরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) তিনি আকস্মিকভাবে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন।

বর্তমানে অধ্যাপক মনজুরুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৪৮ ঘণ্টা।

বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, “স্যার গাড়িতে ছিলেন। তখন তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। পরে অস্ত্রোপচার করে দুটো রিং বসানো হয়।”

অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ