
দেশচিন্তা ডেস্ক: গোলরক্ষক বেরকে ওজের একটি-দুটি নয়, পরপর তিন-তিনটি পেনাল্টি রুখে লিলকে উপহার দিলেন নাটকীয় জয়।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে এএস রোমাকে ১-০ গোলে হারাল ফরাসি ক্লাবটি।
ইতালিয়ান প্রতিপক্ষের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিল। শেষদিকে ডি-বক্সে আইসা মান্দির হ্যান্ডবলের কারণে পেনাল্টি মিললে রোমা সমতায় ফেরার সুযোগ পায়।
এরপরই অভাবনীয় পারফরম্যান্স দেখিয়ে আলোড়ন তৈরি করেন ২৫ বছর বয়সী তুর্কি গোলরক্ষক ওজের।
নির্ধারিত সময়ের মিনিট দশেক বাকি থাকতে স্পট-কিক নিতে যান আরতেম দভবিক। ওজের দারুণ দক্ষতায় বল ঠেকিয়ে দেন। কিন্তু রেফারি জানান, লিলের ডিফেন্ডার রোমাঁ পেরো আগেই বক্সে ঢুকে গিয়েছিলেন। তাই আবার পেনাল্টি নিতে হবে।
দভবিক পরেরবার শট নিলে সেটাও ওজের সেভ করেন। এবার অভিযোগ ওঠে, আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন ওজের। ফলে তৃতীয়বারের মতো স্পট-কিক নেওয়ার নির্দেশ আসে রেফারির তরফ থেকে।
আগের দুটি মিস করায় দভবিক পেনাল্টি না নিয়ে মাতিয়াস সোলেকে দায়িত্ব দেন। কিন্তু চমক জাগিয়ে তার শটও আটকে দেন ওজের। এই দফায় আর কোনো আপত্তি ওঠেনি। ফলে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে লিল টানা দ্বিতীয় জয় তুলে নেয়।
ঘোরের মধ্যে থাকা ওজের ম্যাচশেষে বলেন, ‘এক ম্যাচে টানা তিনটি পেনাল্টি আটকে দেব— এমন কিছু তো কল্পনাও করা যায় না। আমার কাছে মনে হচ্ছিল, স্বপ্ন দেখছি। প্রথমটা যে রুখে দেব, সেই আত্মবিশ্বাস যদিও আগে থেকেই ছিল। কিন্তু পরের দুটি… এটা একেবারেই অদ্ভুত ব্যাপার ছিল। কী বলব আসলে জানি না।’
তিনি যোগ করেন, ‘ম্যাচের আগে আমি আমার বাগদত্তাকে কথা দিয়েছিলাম, আজ গোল খাব না। কিন্তু সেটা এভাবে ঘটবে, তা মোটেও ভাবিনি।’
দুর্দান্ত নৈপুণ্যের ভেলায় ভাসতে থাকা ওজের অবশ্য রসিকতা করতেও ছাড়েননি, ‘যদি চতুর্থ আরেকটি পেনাল্টি নেওয়া হতো, সেটাও আমি আটকে দিতাম।’