আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নতুন কর্মসূচি দিল বাংলাদেশ খেলাফত মজলিস

দেশচিন্তা ডেস্ক: অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবির পক্ষে জনমত গঠনের লক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে পুরোনো স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। জুলাই সনদের বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করায় জাতি আজ রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক অস্থিরতা ও বিপর্যয়ের গভীর খাদে পতিত হচ্ছে। ইসলামি শক্তিকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে বিদেশি প্রভুদের খুশি করার নীতি গ্রহণ করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি- জনগণের ঈমানি চেতনা ও জুলাই বিপ্লবের গণআকাঙ্ক্ষাকে পদদলিত করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

দলটি ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর সারাদেশে গণসংযোগ কর্মসূচি পালন করবে। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি ও ৫ দফা দাবির পক্ষে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

অন্য কর্মসূচিগুলো হলো- ১০ অক্টোবর রাজধানী ঢাকায় গণমিছিল ও ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।

নেতৃদ্বয় আরও বলেন, জুলাই সনদ ও ৫ দফা দাবি দল-মত-ধর্ম নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামি মূল্যবোধ এবং জনগণের মৌলিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ। এ সময় সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে ঘোষিত কর্মসূচি সর্বশক্তি দিয়ে বাস্তবায়নের আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ