আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিডিএ’র ইমারত নির্মাণ কমিটি এবং রিহ্যাব সিডিএ সংক্রান্ত উপদেষ্টা কমিটির মতবিনিময়

দেশচিন্তা ডেস্ক: ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১:০০ টায় সিডিএ এর কনফারেন্স হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর ইমারত নির্মাণ কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম মহোদয়।
সভায় চট্টগ্রাম শহরকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে সকলে একমত পোষন করেন। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করার উপর গুরুত্বারোপ করা হয়। সিডিএ এর পক্ষ থেকে বলা হয় এই শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষ থেকেই সম্ভব। ভবন নির্মানের ক্ষেত্রে সিডিএ এর পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের প্রকল্প অনুমোদন থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয়।

রিহ্যাব সদস্যদের প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটরিং করার জন্য সিডিএ এবং রিহ্যাব সদস্যদের নিয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুব শীঘ্রই সিডিএ, রিহ্যাব, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ডিফেন্স সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রিহ্যাব এর পক্ষ থেকে সিডিএ’র সকল কাজে আন্তরিক সহযোগীতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিডিএ’র পক্ষ থেকে রিহ্যাব সদস্য ফাইল অনুমোদনের জন্য জমা দেয়ার সময় ফাইলে রিহ্যাব সদস্যপদ নাম্বার সংযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব সিডিএ সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা জনাব মুফাখখারুল ইসলাম খসরু, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, উপদেষ্টা মন্ডলী সদস্য স্থপতি মাহাদী ইফতেখার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কায়েস উর রশিদ, জনাব তানভীর শাহরিয়ার রিমন। সিডিএ’র পক্ষে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি’র চেয়ারম্যান জনাব এজিএম সেলিম, অথরাইজড অফিসার-১ জনাব কাজী কাদের নেওয়াজ, অথরাইজড অফিসার-২ জনাব তানজীব হাসান, সিনিয়র আর্কিটেক্ট মোহাম্মদ গোলাম রাব্বানী চৌধুরী, সহকারী অথরাইজ অফিসার জনাব ইলিয়াস আক্তার, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, জনাব মোহাম্মদ হামিদুল হক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ