আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কাদেরীয়া মাদ্রাসার মিলাদুন্নবী (দরূদ) উপলক্ষে তাজেদারে মদিনা কনফারেন্স সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরূদ) উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর’২৫ শনিবার সকালে তাজেদারে মদিনা কনফারেন্স মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (দরূদ)-এর মিলাদ কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানে ইসলাম ধর্মের শিক্ষা, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ এবং নৈতিক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়। ম্যানেজিং কমিটির সভাপতি শায়খুল ফিকহ্, অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা:জি:আ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসার আজীবন দাতা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মুহাম্মদ দিদারুল রশিদ। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলম। সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স আলোচক ছিলেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবুল বশর শিকদার, মুহাম্মদ আলী আক্কাস মানিক, মুহাম্মদ শাহাদাত হোসাইন, মুহাম্মদ শাহেদ। কনফারেন্সে বক্তারা বলেন, রাসূল (দরূদ) এর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর দেখানো পথ অনুসরণ করে আমরা পারস্পরিক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে পারি। বক্তারা তরুণ প্রজন্মকে রাসূল (দরূদ)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান। কনফারেন্সে উপস্থিত ছিলেন-মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাস্টার মোহাম্মদ সুলাইমান, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, হানিফা বেগম, মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, হাফেজ মুহাম্মদ সেকান্দর, রশিদ আহমদ, মুহাম্মদ মহিউদ্দীনসহ স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সর্বশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ