আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

‘চট্টগ্রামে সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত অব্যাহত থাকবে’

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস বলেছেন, চট্টগ্রামে সুদীর্ঘ ইতিহাসের ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত অব্যাহত থাকবে। উৎসমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উৎযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান।

শনিবার বিকেলে জেএমসেন হলস্থ চট্টগ্রাম মহানগরী কেন্দ্রীয় পূজা উৎযাপন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর পূজা উৎযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জীর সভাপতিত্বে এবং পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চট্টগ্রাম মহানগর পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, শ্রী শ্রী জন্মাষ্টমী উৎপাদন পরিষদের কার্যকরি সম্পাদক বিপ্লব পার্থ ও চট্টগ্রাম মহানগর পূজা উৎযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক অঞ্জন দত্ত।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাল খান থানা জামায়াতের আমীর একরামুল হক, বিশিষ্ট সমাজসেবক ডা. পারভেজ ইকবাল শরীফ, জামায়াত নেতা নুরুন্নবী মিয়া, জাকারিয়া আলম, মাওলানা মুহাম্মদ ইউসুফ ও নুরুল হক।

সভাপতি সুজন দাশ, সাধারণ সম্পাদক, বাবপু দাশ, সহ সাধারণ সম্পাদক অ্যাপোলো বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক শংকর পাল মামুন, পিলখানা পুজা উদযাপন পরিষদ, এপোলো বিশ্বাস অনুষ্ঠান পরিচালনা করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ