
দেশচিন্তা ডেস্ক: ইউনাইটেড ভিশন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আওয়াল উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত ২৩ শে সেপ্টেম্বর সকালে কামালে ইশকে মুস্তফা দক্ষিণ ফাজিল মাদ্রাসার অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্ঠা, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী রেজিস্টার ডাঃ আসরার উদ্দিন ফয়েজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্ঠা চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সহ সভাপতি আবদুল মালেক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামালে ইশকে মুস্তফা দক্ষিণ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান আল কাদেরী, শিক্ষানুরাগী নিলুফা আক্তার, তাসফিয়া হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড ভিশন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ তাহফিজুল ইসলাম শিহাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকঃ সৈয়দ মুহাম্মদ হাবিব রেজা কাদেরী। সভায় বক্তারা বলেন ইসলাম শান্তির ধর্ম হিসেবে সমগ্র পৃথিবীতে কাজ করছে। সভা শেষে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।