
দেশচিন্তা ডেস্ক: শ্রী অরবিন্দ সোসাইটি বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা-সদস্য প্রবীণ অধ্যাপক রসায়নবিদ হারাধন নাগ এর সহধর্মিনী এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জলি মজুমদার নাগ এর প্রয়াণ-বর্ষ পূর্তিতে এক স্মরণসভা স্থানীয় রঙ্গম কনভেনশন হলে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে বাগীশিক এর প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ ভট্টাচার্য্যরে পৌরহিত্যে অনুষ্ঠিত হয়। এডভোকেট অরুন কুমার দত্তের ভক্তি সংগীত ও সভাপতির স্বস্তিবাচন এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত সভায় সোসাইটির সভাপতি রতন ভট্টাচার্য্য, সম্পাদক নারায়ণ কৃষ্ণ গুপ্ত, বিশিষ্ট সাংবাদিক বেলায়েত হোসেন, দানশীল ব্যক্তিত্ব দুলাল মজুমদার, বাংলাদশ হিন্দু ফাউন্ডেশনের শ্যামল পালিত, আশুতোষ সরকার, স্বরূপানন্দ সংঘের মনোতোষ মজুমদার, বাগীশিকের শম্ভুনাথ দাশ, বাংলাদেশ কোফলোর সোসাইটির নির্বাহী প্রধান লায়ন দুলাল কান্তি বড়ুয়া, পাথরঘাটা গীতা সংঘের শৈবাল দাশ, শিক্ষিকা, বৃষ্টি বৈদ্য প্রমুখ প্রয়াতের জীবন-স্মৃতি চারণ পূর্বক তাঁর আত্মার শান্তি প্রার্থনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর ডি কে দাশ, এবং সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক নেতা ও বাচিক শিল্পী অঞ্চল চৌধুরী। সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক হারাধন নাগ। সভার পক্ষ থেকে প্রয়াত শিক্ষাবিদের কর্মক্ষেত্র এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয় এর ক্যাম্পাসে তার নামে একটি কর্ণার স্থাপনের জন্য স্কুল পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী জানান।