
দেশচিন্তা নিউজ ডেস্ক:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে আলোচনা সভা বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর আবিদা আজাদ।
বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাংবাদিক বিপ্লব দাশগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহার, মুক্তিযোদ্ধা বাদশা মিঞা, মুক্তিযোদ্ধা দয়াল হরি দে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, সৈয়দ দিদার আশরাফী, আলী আহমেদ শাহিন, মোহাম্মদ এজাহারুল হক, প্রবণরাজ বড়ুয়া, কাজী মোহাম্মদ আইয়ূব, রোজী চৌধুরী, ইউনুস মিঞা, মোঃ তিতাস, জামাল উদ্দিন কান্টু, ফারুকুল ইসলাম, আবদুল হান্নান হীরা, সালমা আকতার শীলা, ফারহানা শান্তা, রিয়ান রাজু প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুুরো সময়টুকুতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানীগুণী ও মুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করা হয়েছিল উল্লেখ করে বক্তারা আরো বলেন, পাকিস্তানি দোসরদের অমানবিক নির্যাতনে অনেক শিক্ষাবিদ এখনো পঙ্গুত্ব জীবন যাপন করছেন। বক্তারা বলেন যুদ্ধাপরাধীর বিচার বাংলাদেশের হয়েছে এর সাথে শহীদ বুদ্ধিজীবী হত্যাকান্ডের দোষী ব্যক্তিদের খুঁজে বের করে আইননের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অতিবগুরুত্বপূর্ণ। দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশকে ব্যাপকতরভাবে বাস্তবায়নের জন্য ৩০ ডিসেম্বর নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের ভোট দিয়ে বাংলাদেশের মানচিত্রে আওয়ামী লীগ তথা মহাজোটকে ক্ষমতায় বসাতে পারলে উন্নয়নের ধারাবাহিকতা চলমান থাকবে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা সমাপ্তি ঘটে।