আজ : সোমবার ║ ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মোহাম্মদীযা ক্বাফেলা ঐক্য পরিষদের কোরআন, হামদ নাত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

দেশচিন্তা ডেস্ক: ২২ সেপ্টেম্বর (বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও মোহাম্মদীয়া ক্বাফেলা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশেক্বে রাসুল মুহাম্মদ কামরুল ইসলামের আহবানে হিফজুল কুরআন,হামদ না’ত প্রতিযোগিতা ২০২৫ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আশেক্বে রাসুল (সাঃ) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে দেশবরেণ্য পীর মাশায়েখ, ইসলামিক গবেষক, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও আশেক্বে রাসুলবৃন্দ উপস্থিত থাকবেন। উল্লেখ্য মহিলাদের জন্য পর্দাসহাকারে আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসলিম ভাইবোন ও শান্তিপ্রিয় মানুষদের উপস্হিত থাকার জন্য খাদেম এডভোকেট মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম বিনীত অনুরোধ জানিয়েছেন। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল ২১ শে সেপ্টেম্বর সন্ধায় শিল্পকলা মহড়া কক্ষে মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মুফতি আবু ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী, এড. মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মাওলনা আবু আহম্মদ আজহারী, হাফেজ মাওলানা ক্বারী মোসাদ্দেক মোরশেদ, হাফেজ মাওলানা মোঃ মিরাজুদ্দীন মিরাজ, সাইফুল ইসলাম সোহাস, জাহেদুল ইসলাম মিঠু, আসিফ আহমদ কাদেরী, জয়নুল আবেদীন, ইলিয়াস রিপন, মোঃ রিফাত, মোঃ জাকের চিশতী, মোঃ, মনির হোসেন, মোঃ রিয়াদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ