
দেশচিন্তা ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুর যাচ্ছেন। ২৯ আগস্ট জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে আহত হন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বস্তি প্রকাশ করে বলেন, ‘দেরিতে হলেও সরকার নুর ভাইকে বিদেশে পাঠানোর সুযোগ দিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাই। উন্নত চিকিৎসার মাধ্যমে ভিপি নুর দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন।’
এদিকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নুরুল হক নুরের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করেছেন।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে নুরসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, এখনো কিছু শারীরিক জটিলতা রয়ে গেছে এবং পুরনো আঘাত থেকেও সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।