
৬০ দশকের কিংবদন্তী ছাত্রনেতা, ৬২’র ছাত্র আন্দোলনের প্রাণপুরুষ, মেধাবী রাজনীতিক, বৃহত্তর চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক, মুক্তিযুদ্ধের মহান সংগঠক, বীর শহীদ মুরিদুল আলমের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভা আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
শহীদ মুরিদুল আলমের স্মরণ সভায় সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।
পড়েছেনঃ ৫৮৬