আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: মিরসরাইয়ে রোকসানা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানার খিলমুরালি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত্যুর ঘটনায় রোকছানার স্বামী নাজিম উদ্দীন (২৭) ও শ্বাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্বামী নাজিম উদ্দীনের দাবি কৃষি কাজে ব্যবহারের জন্য নিয়ে আসা বিষ পান করে আত্মহত্যা করেছে তার স্ত্রী রোকসানা আক্তার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খিলমুরালি এলাকার নাজিম উদ্দীনের সঙ্গে উপজেলার কাটাছড়া ইউনিয়নের শহীদুল্লাহর মেয়ে নিহত রোকসানার বিয়ে হয় ৫ বছর আগে।

তাদের আব্দুল্লাহ (৩) নামের একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামীর বাড়ির লোকজন রোকসানাকে নির্যাতন করতো এবং যৌতুকের জন্য চাপ দিত।

নিহত রোকসানার মা বিবি আয়েশা অভিযোগ করে বলেন, আমার মেয়েকে প্রায় সময় নির্যাতন করত স্বামী আর শাশুড়ি। বাপের বাড়ি যেতে দিত না, সব সময় যৌতুকের জন্য ফোন করত। তারা যৌতুকের জন্য আমার মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোকসানার লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় নিহত রোকসানার স্বামী ও শাশুড়িকে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় জোরারগঞ্জ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ