আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট-সভাপতি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন অনলাইনে অংশগ্রহণ করেন। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব জনাব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সিএসই বিভাগের চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসাইন, স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ এবং রেজিস্ট্রার ও সদস্য সচিব জনাব মোহাম্মদ ইফতেখার মনির উপস্থিত ছিলেন। এছাড়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব জনাব আহমেদ শিবলী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন অনলাইনে সভায় অংশ নেন।
সিন্ডিকেট সভায় বিগত একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী অবহিত করা হয়। শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ