
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য। বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে। কারণ রাজনীতি মানে শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়। এটি মানুষের সেবা, ন্যায় প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। তরুণরা যদি তাদের স্বপ্ন, শক্তি ও সৃজনশীলতাকে রাজনীতির সাথে যুক্ত করে, তাহলে তারা সমাজকে বদলাতে পারবে, প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবে এবং বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। কারণ তরুণরাই হচ্ছে দেশের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সর্বশেষ ২৪এর গণঅভ্যুত্থান সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্বে ছিল তারুণ্য শক্তি। আমাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের আকাঙ্খাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার জন্য ৩১দফার রুপরেখা প্রণয়ন করেছেন। সে ৩১দফা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে। তরুণদের হাত ধরেই ৩১দফার আলোকে জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণ হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ০৫নং মোহরা ওয়ার্ড ছাত্রদল কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী তরুণ সমাজ “কেমন রাজনীতি চায়” ভাবনা শীর্ষক রাজনৈতিক কর্মশালা এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়েছি শুধুমাত্র জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সন্ত্রাস ও দুর্নীতমুক্ত একটি শান্তির বাংলাদেশ গড়ার জন্য। বিএনপির আন্দোলন-সংগ্রাম ও নেতাকর্মীদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল- জনগণের ক্ষমতায়ন। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। তাই তরুণ প্রজন্মের রাজনীতিও হবে ‘জনকল্যাণমুখী’। সমাজের দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর করতে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শুধু ব্যক্তিগত ক্যারিয়ার বা পরিবার নয়, সমাজ ও প্রতিবেশীর উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক তরুণের নৈতিক দায়িত্ব। দেশপ্রেমের জায়গা থেকে তরুণদের বোঝা উচিত—রাষ্ট্র তাদের যেমন শিক্ষা, অধিকার ও সুযোগ দিয়েছে, তা ফিরিয়ে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো রাজনীতি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাকলিয়া শহীদ এন.এম.এম.জে কলেজ এর উপাধ্যক্ষ নুরুল আলম রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, ০৫নং মোহরা ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম শাহজাহান সাজু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, বিএনপি নেতা মানিক চৌধুরী, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন মানিক, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম লিটন। কুয়াইশ বুড়িশ্চর কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ রিয়াজ এর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সায়মন রেজা ও রনি হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন , মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. শহীদুজ্জামান, মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন, জাহাঙ্গীর আলম বাবলু, জয়নাল আবেদীন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান ইমন, শহীদুল আলম ছোটন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, রায়হান সিদ্দিকী, মো.পারভেজ আলম, মো. রবিউল, আব্দুল আজিজ, ছাত্রদল নেতা আব্দুর রহমান বাপ্পা, মো. রেসান খান, আলী সুমন, মো. মোরশেদ, মামুনুর রশিদ, বোরহান, ইমতিয়াজ, হাসান উদ্দিন রিমন, ফারহান. জোবায়ের, সামির প্রমুখ।