
দেশচিন্তা ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে নিবাচন কমিশনের সাথে শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, ড. মো. আনোয়ার হোসেন, প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর ড. রুমানা আক্তার, গোলাম হোসেন হাবীব এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল সিদ্দিকীর সঞ্চালনায় প্রণীত খসড়া আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। এ সময় শিক্ষার্থীরা প্রণীত খসড়া আচরণবিধি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন, পরামর্শ ও মতামত পেশ করেন। আলোচনায় উপস্থাপিত শিক্ষার্থীদের মতামত ও পরামর্শ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন,আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে তাদের মতামত ও পরামর্শ পেশ করেছেন। তাদের মতামত ও পরামর্শ আলোচনা-পর্যালোচনা করে তা সংযোজন বা বিয়োজন করার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।