আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আবাসন নিশ্চিতসহ চবি ছাত্র অধিকার পরিষদের ৭ দফা দাবি

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গত ৩০ ও ৩১ আগস্ট ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে লিখিত দাবি পাঠ করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব মো: সবুজ, মো: মারুফ ও কাজী বেলাল হোসেন এবং সদস্য রাইহান আব্দুল্লাহ, নুরুল্লাহ মিশকাত, সাবিত ও মেহেদী হাসান।

সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে তারা অবিলম্বে নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উত্থাপিত ৭ দফা দাবি:
১. শতভাগ নিরাপত্তা: ক্যাম্পাসের সব প্রধান ফটক, হল এলাকা, লাইব্রেরি ও রেলগেট এলাকায় সিসিটিভি, টহল ও নিরাপত্তা গার্ডের ব্যবস্থা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. আবাসন সমস্যা সমাধান: শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. অনাকাঙ্ক্ষিত ঘটনার স্থায়ী প্রতিরোধ: ক্যাম্পাসে বাইরের অনুপ্রবেশ রোধ করে জরুরি ভিত্তিতে সকল দিনদুপুরে সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৪. অপরাধীদের বিচার: ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৫. প্রশাসনের জবাবদিহি: প্রশাসনের মেধা ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
৬. চাকসু নির্বাচন: চাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন থাকে।
৭. অসাম্প্রদায়িক পরিবেশ রক্ষা: যারা শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ