
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গত ৩০ ও ৩১ আগস্ট ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও নৃশংস ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও অধিকার নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে লিখিত দাবি পাঠ করেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. মুজাহিদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চবি শাখা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রোমান রহমান, যুগ্ম সদস্য সচিব মো: সবুজ, মো: মারুফ ও কাজী বেলাল হোসেন এবং সদস্য রাইহান আব্দুল্লাহ, নুরুল্লাহ মিশকাত, সাবিত ও মেহেদী হাসান।
সংগঠনের নেতারা বলেন, শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে তারা অবিলম্বে নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উত্থাপিত ৭ দফা দাবি:
১. শতভাগ নিরাপত্তা: ক্যাম্পাসের সব প্রধান ফটক, হল এলাকা, লাইব্রেরি ও রেলগেট এলাকায় সিসিটিভি, টহল ও নিরাপত্তা গার্ডের ব্যবস্থা করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. আবাসন সমস্যা সমাধান: শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।
৩. অনাকাঙ্ক্ষিত ঘটনার স্থায়ী প্রতিরোধ: ক্যাম্পাসে বাইরের অনুপ্রবেশ রোধ করে জরুরি ভিত্তিতে সকল দিনদুপুরে সন্ত্রাস প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৪. অপরাধীদের বিচার: ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
৫. প্রশাসনের জবাবদিহি: প্রশাসনের মেধা ও ভবিষ্যৎ প্রতিরোধমূলক পরিকল্পনা বাস্তবায়নে স্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
৬. চাকসু নির্বাচন: চাকসু নির্বাচন দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে, যাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ন থাকে।
৭. অসাম্প্রদায়িক পরিবেশ রক্ষা: যারা শিক্ষাঙ্গনে অশান্তি সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কারসহ শাস্তির আওতায় আনতে হবে।