
মুহাম্মদ ফরিদ উদ্দীন সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতকানিয়া রিসোর্টে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীনের সভাপতিত্বে কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা বিএনপির আহবায়ক পদপ্রার্থী শফিকুল ইসলাম রাহী এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শ, একটি আন্দোলনের নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের গণতন্ত্রের ভিত গড়ে দিয়েছেন। তাঁর আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব আজও আমাদের অনুপ্রাণিত করে।”
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন মোঃ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আতিকুর হোসেন নোমান, মোহাম্মদ মনজুর, মোহাম্মদ ইলিয়াস, মো. আবু হেনা, মো. জসিম উদ্দিন,হাজ্বী আবদুর রহিম,কামাল উদ্দিন, ওসমান গনি, জাহিদ ওয়াহেদ ও হাবিব উল্লাহ,
বক্তারা বিএনপির গৌরবময় ইতিহাস স্মরণ করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করেছে। তারেক রহমান আজ দেশে ফিরতে পারেন না। এটা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।