আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছড়া : দুষ্টু বাতাস মিষ্টি তানু

অভিলাষ মাহমুদ

আকাশজুড়ে মেঘের ভেলা
দেখলো যখন তানু,
খুঁজতে গেলো এদিক সেদিক
কোথায় যে তার নানু।

আসলে বৃষ্টি হঠাৎ জোরে
ভিজবে তানুর মাথা,
তাই তো তানু একটু ভেবে
খুললো সবুজ ছাতা।

দখিনা ঐ দুষ্ট বাতাস
করছে ভীষণ ধাওয়া,
একলা পথে দাঁড়িয়ে ভাবে
কোথায় এখন যাওয়া?

ভাবছে তানু বৃষ্টি এলেই
ভিজেই হবে কাবু,
তাকাই সে যে এদিক ওদিক
কোথায় আছে তাবু।

সামনে দু’চোখ তুলে দেখে
পাড়ার বাবু ভাই,
বলছে তারে- ভিজবো দুজন
কোথাও তাবু নাই।

তখন তাদের দুষ্টু বাতাস
খুব দেখালো ভয়,
মিষ্টি তানু ছাতা মাথায়
বাবুর কানে কয়-

দুষ্ট বাতাস ভয় করি না
আমি মিষ্টি তানু,
খুঁজে আমি করবো রে বার
কোথায় আমার নানু?

থেমে গেলো দুষ্ট বাতাস
তার যে কোনো বেগ নাই,
ফরসা হলো কালো আকাশ
সেখানেও মেঘ নাই।

মিষ্টি তানু সামনে আবার
যখনই চোখ তুলে,
দেখলো তার বুড়ো নানু
আসছে হেলে দুলে।

আসছে নানু হাসছে তানু
এবার যাবে ঘরে,
বলছে তানু- ও দুষ্টু বাতাস
এবার তুই যা মরে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ