
শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই মানবিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে রোটারি ক্লাব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
শনিবার ১৭ জানুয়ারি কর্ণফুলীর শিকলবাহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন রোটারি ক্লাবের নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক, প্রেসিডেন্ট এডভোকেট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সাকিফুল আলম ও স্থানীয় মোহাম্মদ আব্দুল গুফুর সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৬










