আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবে না: মুহাম্মদ নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা খুনের সঙ্গে জড়িত, সেই সকল ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচনই উৎসবমুখর বা গ্রহণযোগ্য হবে না। দেশে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হলে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করতে হবে এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

শনিবার (৩০ আগস্ট) বায়েজিদ থানায় ৩ নম্বর ওয়ার্ডের উদ্যােগে আয়োজিত নয়ার হাট স্থানীয় কমিনিটি সেন্টারে এক সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহযোগী সদস্য সম্মেলনে ওয়ার্ড আমীর নুরুল আলমের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি জাফর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, বায়েজিদ থানা আমির জাকির হোসাইন।

উক্ত সম্মেলনে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমির মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, থানা সহকারি সেক্রেটারি হাফেজ আবুল মানসুর, ওলামা সেক্রেটারি মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ রবিউল ইসলাম, সদস্যবৃন্দ প্রমূখ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, তা কেবলমাত্র লোক দেখানো হবে যদি এসব মূল সমস্যা সমাধান না করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ