আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়ায় ভুয়া সেনা সদস্য সেজে প্রতারণা, যুবক আটক

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) রাতে উপজেলার কুতুপালং বাজার এলাকা থেকে তাকে আটক করেন সেনাবাহিনী।

আটক যুবকের নাম আনোয়ার হোসেন ইউসুফ। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ধুইংঙ্গাকাটা গ্রামের বাসিন্দা সলিমুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পের ই-৬০ ব্লকের বাসিন্দা শামসুল ইকরাম পরিবারের অনুমতি ছাড়াই সোয়াইফ নামে এক তরুণীকে বিয়ে করেন। ক্ষুদ্ধ শ্বশুরপক্ষ আনোয়ার হোসেনকে আর্মি অফিসার ভেবে সাহায্য চান এবং বলেন আপনি তো আর্মির অফিসার, আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে শামসুল ইকরাম, তাকে উদ্ধার করে দিন। আনোয়ার এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদ পেতে বসেন।

অভিযোগ রয়েছে, আনোয়ার দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা বা আর্মির গোয়েন্দা সংস্থা এএসইউ পরিচয় ব্যবহার করে রোহিঙ্গা পরিবারের কাছ থেকে সালিশ-বিচারের নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। এই প্রক্রিয়ায় তিনি ১০ লাখ টাকা নগদ ও ৫ ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, এমন প্রতারণা ক্যাম্পে আতঙ্ক সৃষ্টি করছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, সেনাবাহিনী ক্যাম্প এলাকায় কেবল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে। কোনো ব্যক্তি সেনা কর্মকর্তা বা গোয়েন্দা পরিচয়ে সালিশ বা আর্থিক লেনদেন করলে তা প্রতারণা। এর সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার অভিযোগে এক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ