দেশচিন্তা নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১০(পাহাড়তলী, হালিশহর, খুলশী, ডবলমুরিং) আংশিক আসনে মনোনয়ন ফরম নিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি মোহাম্মদ ওসমান খান। আজ ১৯ নভেম্বর, বেলা ২টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, পাহাড়তলী থানা জাপা সভাপতি হাজী বাবুল আহম্মদ, আকবর শাহ থানার সভাপতি ফজলে আজিম দুলাল, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এম আজগর আলী, পাহাড়তলী থানা জাপা নেতা জসিম উদ্দীন, বাহার উদ্দীন, হাজী আলী আকবর, ছাত্রনেতা মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ শান্ত প্রমুখ। এসময় চট্টগ্রাম ১০ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ওসমান খান বলেন, নির্বাচিত হতে পারলে চট্টগ্রাম ১০ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, বেকারত্ব, মাদকমুক্ত মডেল এলাকায় পরিণত করা হবে। তিনি সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন পূরণে জাতীয় পার্টির প্রার্থীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে চট্টগ্রাম ১০ আসনের আপামর জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানান।