আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয় ঐক্য ও জনাকাংখার প্রতিফলনে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে: মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনাকে যথার্থভাবে মূল্যায়ন করার স্বার্থে জুলাই সনদকে আইনগত মর্যাদা দিতে হবে। জুলাই আমাদের সংস্কার ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ করে দিয়েছে, সকল রাজনৈতিক দল ও নেতৃত্বকে সেটা গভীরভাবে উপলব্ধি করা এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এই অর্জন ব্যর্থ হয়ে যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে দেশের স্থিতিশীলতা ও ঐক্য বিনষ্ট করা যাবেনা। তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, জাতীয় ঐক্য ও জনাকাংখার প্রতিফলনে সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ফ্যাসিস্টদের বিচার দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হতে হবে। ভারতে বসে পতিত ফ্যাসিস্ট বাংলাদেশে বিশৃংখলা ও অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে তাকে অত্যন্ত শক্তিশালী উপায়ে রুখে দিতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিশে শুরার ২য় সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য জননেতা অধ্যাপক জাফর সাদেক।

প্রধান অতিথি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন কিন্তু নির্বাচন ব্যবস্থায় কোন সংস্কার হয়নি। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী, সন্ত্রাসমুক্ত পরিবেশে ভোটারদের ভোট প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল সমূহকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে দেশের সাধীনতা সার্বভৌমত্ত্ব রক্ষা করার দায়িত্ব নিতে হবে। দেশ বিরোধী সকল আভ্যন্তরীণ ও বিদেশী শক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের জন্য সকল জনশক্তি ও দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মজলিসে শুরা অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় যথাক্রমে অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড: হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান সহকারী সেক্রেটারিবৃন্দ যথাক্রমে মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আবু নাছের, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমদুল হাসান ও মাওলানা নুরুল হোসাইন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ও মনোনীত শুরা সদস্যগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ