
দেশচিন্তা ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি বাস উল্টে গিয়ে কমপক্ষে ২৫ জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। এর আগে মাত্র এক সপ্তাহ আগেই দেশটির ইতিহাসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন ক্বানি জানান, রাজধানী কাবুল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর কান্দহারের পথে চলাচলকারী মহাসড়কে চালকের অবহেলার কারণে বাসটি উল্টে যায়।
তিনি বলেন, ঘটনাস্থলে ২৫ জন মারা গেছেন এবং আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য আহতদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তিনি আরও বলেন, আফগানিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত। এর প্রধান কারণ হলো, দশকের পর দশক সংঘাতের কারণে ভাঙাচোরা সড়ক, মহাসড়কে বেপরোয়া গতি এবং কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থার অভাব।
এর আগে গত সপ্তাহের মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে আরও একটি ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭৮ জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে ১২ জনেরও বেশি শিশু ছিল। ইরান থেকে ফেরা অভিবাসী শ্রমিকদের বহনকারী একটি বাস মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
এছাড়া গত বছরের ডিসেম্বরে মধ্য আফগানিস্তানের একটি মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার ও একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছিলেন।