আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিজিবির অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় সীমান্ত পিলার ৩১/২-আর সংলগ্ন মন্ডলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটককৃতরা হলেন—ঘুমধুম পশ্চিম পাড়ার মৃত মীর কাসেম-এর পুত্র মোঃ রশিদ আহমেদ (৩৬ ) ও উখিয়া ঘাট এলাকার বাসিন্দা আবদুল করিমের পুত্র মোঃ ওমর ফারুক (১৮)। তল্লাশির সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান প্রসঙ্গে কক্সবাজার ৩৪ বিজিবি-এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা করে স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি সীমান্তপথে ইয়াবাসহ নানা ধরনের চোরাচালান হয়ে আসছিল। বিজিবির এ ধরনের অভিযান সাধারণ মানুষের মনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ