আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানের লামায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: বান্দরবানে লামায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইমরান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় লামার আজিজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহম্মদ বাসিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে।

ওইদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরেরদিন (২৫ আগস্ট) সোমবার বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানাজানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাসেম জানায়, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামিকে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ