আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের মেটা বিজনেস কার্যক্রম আরও শক্তিশালী করল রোর গ্লোবাল

দেশচিন্তা ডেস্ক: ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে বিশেষজ্ঞ সহায়তা ও স্থানীয় বিলিং পদ্ধতির সম্প্রসারণ
দেশের মেটা ম্যানেজড পার্টনার রোর গ্লোবাল বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী করাএ পাশাপাশি দেশের ডিজিটাল প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রোর গ্লোবাল এর বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান রোর বাংলার মাধ্যমে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উপযোগী বিশেষায়িত মেটার বিজ্ঞাপন সেবা ও সমাধান প্রদান করে আসছে। মেটার এপিএসি টিমের সাথে বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এসব সেবা প্রদান করে আসছে রোর গ্লোবাল। এ অংশীদারিত্বের ফলে বাংলাদেশের গ্রাহকেরা কৌশলগত দিক-নির্দেশনা ও প্ল্যাটফর্মের বিভিন্ন ইনসাইটসহ মেটা থেকে সরাসরি গ্রাহক সেবা উপভোগ করতে পারেন।

স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষমতায়নে রোর গ্লোবাল স্থানীয় মুদ্রায় (টাকা) বিলিং সেবা চালু করেছে। এ উদ্যোগের ফলে আর্থিক প্রক্রিয়াকে সব বিজ্ঞাপনদাতারাই এখন আরও সহজে মেটা বিজ্ঞাপন সেবা গ্রহণ করতে পারবেন এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনাকে সহজ করতে পারবেন।

এ নিয়ে রোর গ্লোবালের চিফ মার্কেটিং অফিসার উমায়ের ওয়ালিদ বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ব্যবসায়িক খাতের মধ্যে সেতুবন্ধন তৈরি করা।” তিনি আরও বলেন, “স্থানীয় মুদ্রায় (টাকা) বিলিং সুবিধা চালু করা এবং আমাদের কারিগরি ও কৌশলগত সেবা বাড়ানোর মাধ্যমে আমরা দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যান্ডের প্রবৃদ্ধি ও লক্ষ্যভিত্তিক গ্রাহকের কাছে পৌঁছানোর কাজকে আগের যেকোনো সময়ের চেয়ে সহজ করেছি।”

রোয়ার গ্লোবাল বাংলাদেশের বিভিন্ন বড় এজেন্সি ও শিল্পখাতের অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলে তাদের কার্যক্রম সম্প্রসারণ করছে। এই সমন্বিত উদ্যোগ আরও বেশি ব্যবসায়ীর জন্য উচ্চমানের সহায়তা, উন্নত বিজ্ঞাপন সরঞ্জাম এবং উদ্ভাবনী কৌশল প্রয়োগের সুযোগ তৈরি করছে, যা একটি ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ