আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সিইউডিএসের রানার্সআপ অর্জন

দেশচিন্তা ডেস্ক: দৃষ্টি চট্টগ্রাম এর আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী দল চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ৯টায় রানার্সআপ দল ট্রফিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দলের বিতার্কিক এরফান অপূর্ব, আরাফাত হোসেন ও অর্ণব মিত্রসহ সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী উপস্থিত ছিলেন।

চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) রানার্সআপ দলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষাসহায়ক কার্যক্রম বিশেষ করে বিতর্ক চর্চায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সুনাম বাড়াতে পারে এবং আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব। তিনি চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) কে নিয়মিত বিতর্ক চর্চা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৬টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে সিইউডিএস দলের সদস্য এরফান অপূর্ব শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ