আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পেকুয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী এবং মইয়্যাদিয়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বরত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা।

নিহত জাহাঙ্গীর আলম (৩৭) উপজেলার পূর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার বখতিয়ার উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, জাহাঙ্গীর আলম মোটর সাইকেলযোগে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরো একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়েন জাহাঙ্গীর। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ