
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনস সোসাইটির উদ্যোগে রবিবার (২৪ আগস্ট) বিভাগে প্রথমবারের মতো শুরু হলো ‘আইআর সপ্তাহ ২০২৫’। চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিভাগের প্রাঙ্গণে শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়। বিভাগের শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, সহকারী অধ্যাপক নুসরাত ইয়াসমিন পুষ্প, মোহাম্মদ রিদওয়ান পারভেজ ও প্রভাষক সাব্বির মাহমুদ শিবলী।
উদ্বোধনী দিনের কর্মসূচির অংশ হিসেবে স্নাতক পর্যায়ে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষার উপর পৃথক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাদ্বয় পরিচালনা করেন যথাক্রমে প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম ও প্রফেসর ড. সুজিত কুমার দত্ত। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া, অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য তাসনোভা শামীম ইরার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া আকতার আনিকা, আবদুল মুকিম, সাফায়েত জামিল নওশান, মুশফিকুর রহমান রবীন, নাজমুল হাসান শাওন ও এইচ এম সাব্বির।
উল্লেখ্য, ২৪ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলমান এবারের ‘আইআর সপ্তাহে’ প্রতিদিন থাকছে বিভিন্ন বিষয়ে সেমিনার, সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে গোলটেবিল বৈঠক, বিতর্ক প্রতিযোগিতা, পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা, উদ্যোক্তা মেলা, খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সিইউআইআরএসের বার্ষিক সাধারণ সভা এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ আয়োজন সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।
সপ্তাহব্যাপী এ আয়োজনে ‘নলেজ পার্টনার’ হিসেবে সহযোগিতা করছে শিক্ষাবিষয়ক পরামর্শদান প্রতিষ্ঠান অ্যাকাডেক্স বাংলাদেশ।