
দেশচিন্তা ডেস্ক: “শিক্ষা, বন্ধন, শান্তি” এ স্লোগানকে ধারণ করে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (বনলতা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৫ শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২:৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলো আয়োজিত অনুষ্ঠানমালায় উপস্থিত হতে পেরে আমি আনন্দ পাই। বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে যেতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যা কিছু ভালো অর্জন, সে সব কৃতিত্বের অংশীদার আমাদের শিক্ষার্থীরা। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরি করতে কাজ করছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনের মাধ্যমে ক্যাম্পাসে সুন্দর পরিবেশ বজায় রয়েছে। ক্যাম্পাসে একাডেমিক সুন্দর পরিবেশ বজায় আছে বলেই দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এ ক্যাম্পাসে আসছে। ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ নষ্ট হলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
উপাচার্য নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (বনলতা), চবি’র শিক্ষার্থীদের উক্ত জেলার শিক্ষার্থীদের এম্বাসেডর হিসেবে উল্লেখ করে বলেন, আপনারা আপনাদের জেলার প্রতিনিধিত্বকারী। আপনাদের চলাফেরা, ব্যবহার ও ভালো কাজের মাধ্যমে আপনাদের জেলার পরিচয় বহন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রওশন আরা আফরোজ, এস. এ. এম. জিয়াউল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আসফিকুজ্জামান আকতার, নাটোর জেলা সমিতি, চট্টগ্রামের সভাপতি মোখলেছুর রহমান সপু, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রামের অবস অ্যান্ড গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহানা বেগম শেলী, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শামীমা নার্গিস, চবি প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) প্রকৌশলী সরকার মোঃ আবদুল্লাহ আজম, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চট্টগ্রামের ব্যবস্থাপক মোঃ আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপক মোঃ ইমরান আলী, রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ বর্তমানে চিটাগাং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর প্রফেসর ডাক্তার টিপু সুলতান, ইন্ডাস্ট্রিয়াল গ্লোবাল ইউনিয়নের জাতীয় সমন্বয়ক মুহাম্মাদ শরীফুল ইসলাম, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (বনলতা), চবি’র উপদেষ্টা প্রকৌঃ মোঃ নাজিম উদ্দীন, দৈনিক আজাদী, চট্টগ্রামের চিফ রিপোর্টার হাসান আকবর, চবি নাট্যকলা বিভাগের প্রভাষক মো. খাইরুল ইসলাম, বনলতা চবি’র সাবেক সভাপতি মোঃ রিপন সরকার, নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি (বনলতা), চবি’র ছাত্র উপদেষ্টা ইব্রাহিম রনি ও বনলতা চবি’র প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুন নবী বাপ্পী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য নাহিদ ইসলাম আকাশ ও নাহিদা। অনুষ্ঠানে উক্ত সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।