
দেশচিন্তা ডেস্ক: সেবা ফাউন্ডেশনের একটি মহৎ উদ্যোগ সেবা স্ট্রিট লাইব্রেরি।স্ট্রিট লাইব্রেরি হলো পথের ধারে রাখা একটি ছোট্ট বাক্স বা শেলফ, যেখানে বিনামূল্যে বই রাখা থাকে। যে কেউ চাইলে সেখান থেকে বই নিয়ে পড়তে পারে এবং পড়ে শেষ হলে আবার ফিরিয়ে দিতে পারে। এটি মূলত জ্ঞান ভাগাভাগি ও বই পড়ার অভ্যাস গড়ে তোলার এক অভিনব উদ্যোগ।
সেবা ফাউন্ডেশনের এই জনপ্রিয় প্রকল্প এখন নতুন বইয়ে সমৃদ্ধ হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম নগরীর CRB, ডিসি হিল ও জামালখান এলাকায় স্থাপিত লাইব্রেরি বাক্সগুলোতে নতুন বই যুক্ত করা হয়েছে। বিশেষ করে CRB ও ডিসি হিলের বাক্সে বইয়ের সংকট থাকায় অনেক পাঠকের অসুবিধা হচ্ছিল। সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেখানে এখন পর্যাপ্ত বই রাখা হয়েছে। ফলে পাঠকরা আবার নিশ্চিন্তে বই নিয়ে পড়তে পারবেন।
শুধু তাই নয়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন নতুন পয়েন্টে আরও স্ট্রিট লাইব্রেরি বক্স বসানোর কাজ চলছে। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে বই বাসায় নিয়ে পড়ার সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন বক্স যুক্ত করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে, যা সমাজে মানবিক সচেতনতার আরেকটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
তবে একটি অনুরোধ,বই পড়ে যেন সবাই আবার নির্দিষ্ট বাক্সে ফিরিয়ে দেন। কারণ এই বাক্সগুলো শুধু ফাউন্ডেশনের নয়, আমাদের সবার। যত্ন নেওয়া ও সংরক্ষণ করা সবার দায়িত্ব।সেবা ফাউন্ডেশন বিশ্বাস করে আপনার একটি বই, আপনার সামান্য সময়ও হতে পারে অন্যের জীবনে জ্ঞানের আলো।
আহ্বান:
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্রিট লাইব্রেরি বক্স বসানোর কার্যক্রম হাতে নিয়েছে সেবা ফাউন্ডেশন।
আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্রিট লাইব্রেরি বক্স বসাতে চান, অথবা বই পাঠিয়ে সহযোগিতা করতে চান,তাহলে যোগাযোগ করুন:
সোহাইল ম্যানশন (২য় তলা)
৪০০৬/শহীদ সোহেল সড়ক, মোজাফ্ফর নগর, চট্টগ্রাম
মোবাইল: 01643004252 (সেবা)
ফেসবুক পেইজ: (সেবা)