
দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী ২০টি আসনের খসড়া সীমানার দাবি-আপত্তির উপর শুনানি হবে। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নির্বাচন কমিশনে এ শুনানি চলছে।
এদিন ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি-আপত্তি নিয়ে শুনানি হবে।
দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হবে।
এর আগে সীমানার খসড়া গেজেটের পক্ষে-বিপক্ষে দাবি-আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন।
বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ২৪ আগস্ট থেকে এ বিষয়ে শুনানি শুরু হয়।
পড়েছেনঃ ২৮