
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জোড় বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে এক যুবককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে নীল চেকের লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি ছিল তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পড়েছেনঃ ৩৪