আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজত আমিরের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতারা সাক্ষাৎ করেছেন।

রোববার (২৪ আগস্ট) বিকালে ফটিকছড়ি বাবু নগর মাদ্রাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, আব্দুজ জাহের, জসিমউদদীন আকাশ, চট্টগ্রাম মহানগর গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শাহ আলম, উত্তর জেলার সাবেক সদস্য সচিব হাসান তারেক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম রুবেল, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

এর আগে রোববার (২৪ আগস্ট) দুপুরে হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা খলীল আহমেদ কুরাইশীয়ের সঙ্গে সাক্ষাৎ।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আমরা চট্টগ্রাম এসেছিলাম সাংগঠনিক কাজে। সাংগঠনিক কাজ শেষে আমরা হেফাজতে ইসলামের সাবেক আমির আহমদ শফী এবং আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করি এবং বিকালে হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ