
দেশচিন্তা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সমর্থনে কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ( ২২ আগস্ট) বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির।
প্রধান বক্তার বক্তব্য মাওলানা নুরুল কবির বলেন, এদেশের সাধারণ মানুষের কাছে দিনদিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। মানুষ সন্ত্রাসী চাঁদাবাজদের প্রত্যাক্ষাণ করছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন ভোট দিতে মুখিয়ে রয়েছে। তাই প্রতিটি ঘরে ঘরে জামায়াত প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে।
ওইদিন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি লোকমান হোসাইনের পরিচালনায় এবং সহ-সেক্রেটারি তোফাজ্জল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু বকর, আকবর শাহ থানার ওলামা বিভাগের সেক্রেটারি আনোয়ারুল আজিম শিপন, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি জুবায়ের হোসেন। আলোচনা সভা শেষে ওয়াহেদপুর ইউনিয়নের ১ ও ২ ওয়ার্ডের সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এবং ৪ ও ৫নং ওয়ার্ডের নিজামপুর মোসলিম উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।