আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনা চর্যাগৃহ সাহিত্য সংসদের আত্মপ্রকাশ ও সাহিত্য সমাবেশ

শিশির ইসলাম : সৃষ্টি সৌন্দর্য ও আনন্দকে আত্মবিশ্বাসে লালন ও ধারণ করে পাবনায় চর্যাগৃহ সাহিত্য সংসদের আত্মপ্রকাশ ও সাহিত্যসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বিকেল চারটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট ডাক্তার সরোয়ার জাহান ফয়েজ এর সভাপতিত্বে ও কবি সাইফুল কামালের এর সঞ্চালনায় উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি ও কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদয়ালয়ের অধ্যাপক ড. রশিদুজ্জামান, তিনি বলেন সাহিত্য চর্চার জন্য রুচিশীল বুদ্ধিদীপ্ত ও গোছানো মানুষ হতে হবে তবেই সাহিত্য আমাদের প্রাণের সঞ্চার করবে। একজন পাঠক বলি আর লেখক বলি প্রকৃতির সাথে মিশে যেতে হবে তবেই প্রকৃত সাহিত্য নিয়ে আলোচনা সভা ভাবার্থ দাঁড়াবে। আমি এই সংগঠনের উত্তরোত্তর উৎকর্ষতা কামনা করি। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও কথাসাহিত্যিক আব্দুল মান্নান সরকার,এ সময় সাহিত্য নিয়ে আলোচনা করেন কথা সাহিত্যিক ডাক্তার মোকলেস মুকুল সাংবাদিক রাজিউর রহমান রুমী, বিশিষ্ট নদী গবেষক ড. মনছুর আলম, কবি উদাস আব্দুল্লাহ, কবি সাহিদা আক্তার কল্পনা,কবি সালেহা ইমতিয়াজ, স্বরচিত কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মঞ্জুরুল ইসলাম, উপস্থিত ছিলেন, কবি ও আবৃত্তি প্রশিক্ষক, আব্দুল্লাহ আল মামুন কবি বঙ্গ রাখাল, কবি ফিরোজা খান, কবি আসাদুজ্জামান সহ সাহিত্য অনুরাগী ও বিশিষ্ট জন। অনুষ্ঠান এর একটি পর্বে নবগঠিত কমিটি প্রকাশ করা হয়

উপদেষ্টামণ্ডলী হলেন, ডাক্তার সরোয়ার জাহান ফয়েজ, এনামুল হক টগর, রাজিউর রহমান রুমি, মো. রুহুল আমিন, তানভীর আহমেদ, মো. জামাল উদ্দিন, মোশাররফ হোসেন মুসা।

সভাপতি মোখলেস মুকুল, সিনিয়র সহ-সভাপতি: উদাস আব্দুল্লাহ, সহ-সভাপতি: দেওয়ান বাদল, এম আব্দুল হালীম বাচ্চু, ইদ্রিস আলী মধু, আলতাব হোসেন, সাধারণ সম্পাদক: সাইফুল কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক: সুমন শামস, আদ্যনাথ ঘোষ, সাংগাঠনিক সম্পাদক: জহুরুল ইসলাম প্রিন্স, কোষাধ্যক্ষ,নুরুল ইসলাম বাবুল,প্রচার ও প্রকাশনা সম্পাদক: আসাদুজ্জামান মামুন, কার্যনির্বাহী সদস্য: আনম হাই আল হাদী,মঞ্জুরুল ইসলাম,হাফিজুর রহমান রিপন,মো. সিরাজুল ইসলাম, গোবিন্দলাল হালদার,অঞ্জন শরিফ, বঙ্গ রাখাল, মো. বেলাল হোসেন, রেজাউল হাসনাত,সাইদা আক্তার কল্পনা, ফিরোজা খানম রিটায়ার্ড, অঞ্জলী রানী সেন, লাভলী ইমদাদ, আশফিকা আঁখি, সালেহা ইমতিয়াজ, আশিক ইজাজ, জুবায়ের খান প্রিন্স, আব্দুল্লাহ আল মামুন, মীর সোহাগ, শামীম রেজা, নওশিনা ইসলাম, অরিদুল, শিশির ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ