আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার-সম্পাদক সুলতান

দেশচিন্তা ডেস্ক: উখিয়া উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ বক্তা ছিলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম নুরুল বশর চৌধুরী।

সম্মেলনের শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় জেলা সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার পরামর্শক্রমে সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ